আজ
|| ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৭৭
প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৫
রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৬৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৬৭৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৯০৬ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৭৭১ জন রয়েছে।
পুলিশ সদর দপ্তরের এই এআইজি বলেন, অভিযানকালে একটি এলজি, রিভলভার (২২ বোর), বিস্ফোরিত ককটেলের টুকরা, অবিস্ফোরিত ককটেল, কাটার, বার্মিজ চাকু, লোহার কুঠার, ছেনা ও স্টিলের করাত, তিনটি একনলা বন্দুক ও তাজা কার্তুজ, দুইটি লাল কসটেপ দ্বারা মোড়ানো ককটেল সাদৃশ্য বস্তু, চারটি ককটেল, নয় রাউন্ড কার্তুজ, ১৫টি কার্তুজের খোসা ও ১০ পিস রামদা জব্দ করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.