আজ
|| ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
আওয়ামী লীগ এখন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ——–আজহারুল ইসলাম মান্নান
প্রকাশের তারিখঃ ১৩ নভেম্বর, ২০২৫
সোনারগাঁ (প্রতিনিধি): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন স্থানে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান করেন।১৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে এ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি করেন। মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বিএনপির নেতাকর্মীরা অবস্থান কর্মসূচির পাশাপাশি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে টিপুরদী গিয়ে শেষ হয়। অবস্থান কর্মসূচীতে আজহারুল ইসলাম মান্নান বলেন,আওয়ামী লীগ এখন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা গণতন্ত্র ও ভোটাধিকার কেড়ে নিয়েছে। এখন ভয়-ভীতি আর সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। বিএনপি দেশের মানুষের অধিকার রক্ষার আন্দোলন থেকে পিছিয়ে যাবে না।তিনি আরও বলেন,আমরা জনগণের দলের কর্মী। ফ্যাসিস্ট সরকারের দমননীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আছে,থাকবে।এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব,সাদিকুর রহমান সেন্টু প্রমুখ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.