সোনারগাঁ গ্রাম আদালত প্রকল্পের ডিএমআইই এর প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৩ নভেম্বর, ২০২৫
সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সোনারগাঁ গ্রাম আদালত প্রকল্পের ডিএমআইই এর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার প্রশাসন হল রুমে গ্রাম আদালত প্রকল্পের বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ,পরিদর্শন ও মূল্যায়ন(ডিএমআইই)পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.ইকবাল হোসাইন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আড়াই উপজেলা গ্রাম আদালতের সমন্বয়ক হাসিনা বেগম,জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.কামরুজ্জামান ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবগন উপস্থিত ছিলেন। সোনারগাঁ উপজেলা গ্রাম আদালত সমন্বয় মোহাম্মদ মুনির হোসেন এর সঞ্চালনায় গ্রাম আদালত প্রকল্পের বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ,পরিদর্শন ও মূল্যায়ন(ডিএমআইই)পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ চলে। গ্রাম আদালত প্রশিক্ষণে গ্রাম আদালত বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com