আজ
|| ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে সিএনজিতে অগ্নিসংযোগ
প্রকাশের তারিখঃ ১৩ নভেম্বর, ২০২৫
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : ঢাকা-নারায়ণগঞ্জ লিং রোড এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের সামনে একটি সিএনজিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি রাস্তার উপর দাঁড়িয়ে ছিল। হঠাৎ করেই একটি মোটরসাইকেলে আসা অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি সিএনজিটিতে অগ্নিসংযোগ করে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই পুরো সিএনজিটিতে আগুন ছড়িয়ে পড়ে। দুর্বৃত্তদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসের সামনে একটি সিএনজিতে অগ্নিসংযোগের খবর পেয়েছি। খবর পাওয়া মাত্রই পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, তিনি নিজেও বর্তমানে টহলে আছেন। নাশকতার আশঙ্কায় যেই স্থানগুলোতে অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা আছে, সেই সব জায়গায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.