ফ্যাসিষ্ট আওয়ামীলীগের ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে নারায়ণগঞ্জ সদর থানা জিসাস বিক্ষোভ মিছিল করেন।
বুধবার রাতে শহরে চাষারায় মিছিল করেন সদর থানা জিসাস।
কেন্দ্রীয় জিসাস এর যুগ্ম সম্পাদক নাঃগঞ্জ মহানগরের সভাপতি সোহেল মাহামুদ প্রধান অতিথির বক্তব্য বলেন , আমরা আওয়ামী লীগের অপতৎপরতা কোন কিছুকে বরদাস্ত করবোনা বিগত সময় আওয়ামী লীগ তারা নানা অবৈধ কর্মসূচি করে দেশকে পরিচালিত করেছেন। আমরা সকল অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নৈরাজকতা রুখে দিতে বাংলাদেশ জিসাস নির্দেশক্রমে ম নারায়ণগঞ্জ জেলা, মহানগর ও সদর থানা জিসাস এর নেতাকর্মী সকলেই বদ্ধপরিকর ।
তিনি আরো বলেন, ১৭ বছরের আওয়ামী দুঃশাসন ও স্বৈরশাসনামলে ইতিহাসের বর্বরোচিত নির্যাতন-নিপীড়ন, হত্যা, গুম, হামলা-মামলা, গ্রেফতার-কারাবন্দীর শিকার হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁর বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ কেন্দ্রের শীর্ষ নেতৃবৃন্দ থেকে ওয়ার্ডের কর্মী-সমর্থকরাও এ থেকে বাদ যাননি। অবর্ণনীয় এসব নির্যাতনের শিকার হয়েও দীর্ঘ এই সময় ধরেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকেছেন নেতাকর্মীরা।
লড়াই-সংগ্রাম চালিয়ে গেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের। শুধু বিএনপি করার কারণে ঘর-বাড়ী ছাড়া হয়েছেন অনেকে, হারিয়েছে ব্যবসা-বাণিজ্য-চাকরিও। দল ত্যাগ করলেই অর্থ-সুন্দর জীবনের প্রলোভন থাকলেও তারা খেয়ে না খেয়ে রাত্রি যাপন করেছেন ক্ষেতে-খামারে। কিন্তু তারপরও দলের শীর্ষ নেতাদের প্রতি আনুগত্য ও আদর্শের প্রতি ছিলেন অবিচল। তাদের এই দুর্দমনীয় বিশ্বাস ও অঙ্গীকারের কারণে স্বৈরাচার আওয়ামী সরকার দেড় দশকে বহুবার বিএনপিকে ভাঙার চেষ্টা করলেও সফল হয়নি।
মাহামুদ আরো বলেন, সামনে নির্বাচন এ দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে সন্ত্রাসী কার্যক্রম করে দেশকে ভিন্ন খাতে ফেলে দিতে বিভিন্ন চক্রান্ত দেশি-বিদেশি আওয়ামী নেতা কর্মী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা জিসাস এর সভাপতি আব্দুল মজিদ প্রান্তিক।নারায়ণগঞ্জ মহানগর জিসাস এর সহ সভাপতি মো আবুল কাশেম, সহ- সভাপতি মোঃ আসলাম , নারায়নগঞ্জ সদর থানা জিসাস এর সভাপতি আসাদ হাসান বিপুল ও সাধারণ সম্পাদক মাসুম রেজা সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
এ সময় সদর থানা জিসাসের প্রীতিভ মাহামুদ, মেজবাহ তাহসিন সাইফুল ইসলাম সাজ্জাদ আজমান ভুইয়া আমির ফয়সাল আরাফাত রহমান আবরার রহমান আলিফ ইফতেখার অর্নব মোহাম্মদ রিসাত
আরো উপস্থিত ছিলেন, আব্দুল কাইয়ুম আলামিন সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা জিসাস , হৃদয় খান সাংস্কৃতিক সম্পাদক , প্রচার সম্পাদক আখতার হোসেন সহ জেলা মহানগর ও সদরের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন ।


