দলের সিদ্ধান্তই আমাদের একমাত্র পথনির্দেশনা –মাসুদুজ্জামান মাসুদ
প্রকাশের তারিখঃ ১২ নভেম্বর, ২০২৫
মঙ্গলবার নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত ৫ আসনের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেন
“বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুসংগঠিত ও দায়িত্বশীল রাজনৈতিক পরিবার ও বাংলাদেশের একটি সর্বোচ্চ রাজনৈতিক প্লাটফর্ম । দলীয় সিদ্ধান্তই আমাদের একমাত্র কার্যকর নির্দেশনা। ব্যক্তিগত অবস্থান নয় — ঐক্যই আমাদের শক্তি।”কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমাদের সবার পথ চলতে হবে।
তিনি আরও বলেন, “আমরা সবাই ধানের শীষের লোক। মতভেদ থাকতে পারে, কিন্তু তা হতে হবে সংগঠনের শৃঙ্খলা ও রাজনৈতিক শিষ্টাচারের ভেতরে। আমাদের লক্ষ্য একটাই — আপোষহীন নেতৃত্বের দিকনির্দেশনায় ঐক্যবদ্ধ বিএনপি।”
আমাদের অঙ্গীকার:
নিরাপদ, আধুনিক ও শিক্ষাকেন্দ্রিক এক নতুন নারায়ণগঞ্জ গড়ে তোলা — যেখানে নারী-পুরুষ নির্বিশেষে ছাত্র, শিক্ষক, শ্রমিক ও পেশাজীবীসহ সবাই থাকবে উন্নয়নের অংশীদার।
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com