মতিউর রহমান,
তালা,সাতক্ষীরা,প্রতিনিধ।
সাতক্ষীরা জেলার তালা উপজেলার ৯ নং খলিশখালী ইউনিয়ন আয়োজনে গণেশপুর বাজারে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।খলিশখালী ইউনিয়ন আমির মাষ্টার শহিদুল্লার এর সভাপতিত্বে, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আহসান হাবিবের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন (তালা-কলারোয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুঃ ইজ্জত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন উপজেলা সেক্রেটারি ইদ্রিস আলী,উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি মাও. মাসুম বিল্লাহ,সহ ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, পথসভায় সংগঠনের করণীয়, সাংগঠনিক কৌশল ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা নির্বাচন-সংশ্লিষ্ট দায়িত্বশীলতা গুরুত্ব ও ভূমিকা সম্পর্কে বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com