আজ সোমবার, ডিসেম্বর ১, ২০২৫ খ্রিস্টাব্দ

বাগেরহাটের সংসদীয় আসন ৪টি ও গাজীপুরের সংসদীয় আসন ৫টি বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট। ৩টি আসন করা নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অবৈধ বলে ঘোষণা দেয়া হয়।

সোমবার (১০ নভেম্বর) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে. এম. জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে, গত ১৬ সেপ্টেম্বর এক রিটের প্রাথমিক শুনানিতে বাগেরহাটের ৪টি নির্বাচনী আসন থেকে একটি কমিয়ে ৩টি করা সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট আইনের লঙ্ঘন দাবি করে, কেন তা আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছিলেন হাইকোর্ট। আগের মতো বাগেরহাটে চারটি সংসদীয় আসন রাখতে কেন নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছিল রুলে। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত এ রায় দেন।

Exit mobile version