আজ সোমবার, ডিসেম্বর ১, ২০২৫ খ্রিস্টাব্দ

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে চট্টগ্রামের বিদ্যুত বিভাগের বিক্রয় ও বিতরণ অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৯ নভেম্বর) সকালে এক ঘণ্টারও বেশি সময় নির্বাহী প্রকৌশলীর দফতরে অবস্থান করে নানা নথিপত্র খতিয়ে দেখে দুদকের কর্মকর্তারা।

সম্প্রতি টেন্ডার প্রদানে অনিয়মের অভিযোগ উঠে বিদ্যুতের দুটি বিক্রয় ও বিতরণ অফিসের বিরুদ্ধে। ৪ কোটি টাকার ওই টেন্ডারে আর্থিক অনিয়মসহ ৭টি বিষয় তুলে ধরা হয়।

এদিকে প্রাথমিক তদন্ত শেষে অভিযোগের বিষয়ে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান কর্মকর্তারা।

Exit mobile version