আজ
|| ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
তালা সরকারি কলেজ ফুটবল মাঠে সকল ধরনের খেলাধুলা বন্ধের জন্য কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা জারি!
প্রকাশের তারিখঃ ৯ নভেম্বর, ২০২৫
তালা,সাতক্ষীরা প্রতিনিধি।
তালা সরকারি কলেজ ফুটবল মাঠে মর্নিং গ্রুপের খেলা সহ সকল ধরনের খেলাধুলা বন্ধ করার জন্য নিষেধাজ্ঞা জারি করে কলেজ কর্তৃপক্ষ।
জানা যায়, তালায় খেলাধুলার জন্য একমাত্র গ্রাউন্ড তালা সরকারি কলেজ ফুটবল মাঠ।বহু আগে থেকে এই মাঠের সমস্ত ধরনের খেলাধুলা হয়ে আসছে। ছোট ছেলেমেয়েরা থেকে বৃদ্ধ বয়সিরা খেলাধুলা করে করে থাকে।
সাম্প্রতিক জানা যায়, তালা সরকারি কলেজ মাঠে বহিরাগতদের সকল ধরনের খেলাধুলা বন্ধ থাকবে।
খেলাধুলা সবসময়ই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে, কারণ এটি শুধু শরীর চর্চা নয়, উন্মাদনা, আবেগ, এবং বিনোদনের এক অসাধারণ মাধ্যম। খেলার অনেক শারীরিক ও মানসিক উপকারিতা রয়েছে।
তালা সরকারি কলেজের মাঠ ছিল খেলাধুলার অনুপযোগী। ক্রীড়া মোদি খেলোয়ারা সরকারি অনুদানের মাধ্যমে মাটির ভরাট করে খেলার উপযুক্ত করে তোলে। এই মাটি ভরাটের পিছনে কলেজ কর্তৃপক্ষের কোন হাত ছিল না।
তথ্য অনুসন্ধানে জানা যায়,মীর ফুকার হোসেন, হাবিবুর রহমান, নজরুল ইসলাম, সোহেল আক্ষেপ করে বলেন, খেলাধুলার একমাত্র স্থান তালা সরকারি কলেজ মাঠে আমরা ছোটবেলা থেকে খেলাধুলা করে আসছে অথচ কিছু স্বার্থান্বেষী মহলের কারণে আজ খেলাধুলা বন্ধ হয়ে যায়।
এখানে খেলাধুলা করতে আসেন কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, ব্যবসায়ী থেকে শুরু করে সকালে ও বিকালে বিভিন্ন ধরনের খেলাধুলা সহ ব্যায়ামের প্র্যাকটিস করেন। খেলাধুলায় শরীর ও মনকে সুস্থ ও প্রফুল্ল রাখার একটি চমৎকার উপায়।
প্রশাসনের কাছে বিনীত নিবেদন জানাই তালার খেলাধুলার জন্য একটি নিরপেক্ষ মাঠ সহ বিনোদনের ব্যবস্থা করবেন এটা তালা বাসির প্রাণের ও সময়ের দাবি।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.