সোনারগাঁয়ে শিক্ষক ও দপ্তরের সহযোগিতায় রাতের আঁধারে স্কুলের সরকারি মালামাল বিক্রির অভিযোগ
প্রকাশের তারিখঃ ৯ নভেম্বর, ২০২৫
সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে স্কুলের সরকারি আসবাবপত্র রাতের আঁধারে চুরি করে বিক্রি করার অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক ও দপ্তরের বিরুদ্ধে। ৮ অক্টোবর রাতে উপজেলা পঞ্চমীঘাট স্কুলের শিক্ষার্থীদের বসার হাইবেঞ্চ সহকারী শিক্ষক বাতেন মিয়া,শিক্ষক মোখলেছুর রহমান ও দপ্তরের যোগ সাজস্যে রাতের আঁধারে পঞ্চমীঘাট স্কুলের বসার হাইবেঞ্চ ট্রাকে করে চুরি করে বিক্রি করার অভিযোগ উঠেছে। পঞ্চমীঘাট উচ্চ স্কুলে চুরি হওয়া হাইবেঞ্চ ট্রাকসহ সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকায় আটক করে। এ ব্যাপারে উক্ত স্কুলের প্রধান শিক্ষক মো.জাহাঙ্গীর আলম জানান,কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যালয়ের মালামাল বিক্রিয় করা হয়েছে, তিনি আরো জানান স্কুলের পুরাতন মালামাল সরকারি না এবং বিক্রি করতে দরপত্র লাগেনা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com