আজ সোমবার, ডিসেম্বর ১, ২০২৫ খ্রিস্টাব্দ

 

সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে স্কুলের সরকারি আসবাবপত্র রাতের আঁধারে চুরি করে বিক্রি করার অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক ও দপ্তরের বিরুদ্ধে। ৮ অক্টোবর রাতে উপজেলা পঞ্চমীঘাট স্কুলের শিক্ষার্থীদের বসার হাইবেঞ্চ সহকারী শিক্ষক বাতেন মিয়া,শিক্ষক মোখলেছুর রহমান ও দপ্তরের যোগ সাজস্যে রাতের আঁধারে পঞ্চমীঘাট স্কুলের বসার হাইবেঞ্চ ট্রাকে করে চুরি করে বিক্রি করার অভিযোগ উঠেছে। পঞ্চমীঘাট উচ্চ স্কুলে চুরি হওয়া হাইবেঞ্চ ট্রাকসহ সাদিপুর ইউনিয়নের নানাখী এলাকায় আটক করে। এ ব্যাপারে উক্ত স্কুলের প্রধান শিক্ষক মো.জাহাঙ্গীর আলম জানান,কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যালয়ের মালামাল বিক্রিয় করা হয়েছে, তিনি আরো জানান স্কুলের পুরাতন মালামাল সরকারি না এবং বিক্রি করতে দরপত্র লাগেনা।

Exit mobile version