মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :
সাতক্ষীরা সদর উপজেলার ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রফেসর আব্দুল ওয়ারেছ ইউনিয়নের সর্বস্তরের মানুষদের কাছে ওমরাহ পালনের জন্য দোয়া প্রার্থনা করেছেন।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে তাঁর গ্রামের বাড়ি শাল্যের কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মা নামাজের পূর্বে তিনি উপস্থিত মুসল্লিদের কাছে এই দোয়ার জন্য অনুরোধ জানান।
প্রফেসর আব্দুল ওয়ারেছ জানিয়েছেন, আগামী ১২ নভেম্বর (বুধবার) তিনি ফ্লাইটে পবিত্র ওমরাহ হজ্বের উদ্দেশ্যে রওনা হবেন।
তিনি আরও বলেন, “আমি সকলের জন্য দোয়া করব এবং আশা করি সবাই আমার জন্যও দোয়া করবেন। যদি আমার কোনো ভুল-ত্রুটি থেকে থাকে, দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আমাদের সকলের আমল কবুল করুন। আমিন।”
উল্লেখ্য, প্রফেসর আব্দুল ওয়ারেছ বাংলাদেশের জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শুরা ও কর্মপরিষদের সদস্য এবং দীর্ঘদিন ধরে স্থানীয় সমাজকল্যাণ ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com