
সোনারগাঁ(প্রতিনিধি): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের গঙ্গাপুর বাজারে শরীফ হোসেন নামের এক বাক প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আহত শরীফ মিয়াকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শরীফ হোসেনে স্ত্রী ফাতেমা আক্তার বাদি হয়ে গতকাল শনিবার সকালে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। আহত শরীফ হোসেন গঙ্গাপুর গ্রামের নূর ইসলামের ছেলে। জানা যায়,উপজেলার কাঁচপুর ইউনিয়নের গঙ্গাপুর বাজারে মাসুদের মাংসের দোকানে বাক প্রতিবন্ধী শরীফ হোসেন কসাইয়ের কাজ করতেন। কিন্তু শরীফ হোসেনকে প্রতিবন্ধ হওয়ার সুযোগ দিয়ে ঠিক মতো বেতন দিতেন না। ফলে সে অন্য আরেকটি দোকানে কাজ নেন। এতে মাসুদ মিয়া ক্ষিপ্ত হয়। পরে মাসুদ ও তার ভাই মাসুম মিলে তাকে বেধড়ক মারধর করে। ঘটনার পর আহত শরীফ হোসেনকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাক প্রতিবন্ধী শরীফ হোসেনে স্ত্রী ফাতেমা আক্তার জানান, তার স্বামী কথা বলতে পারেন না। এ সুযোগে তারা তাকে বিভিন্ন সময়ে ফ্রি পরিশ্রম করায়। মাসুদের কাছ থেকে বেতন না পেয়ে অন্য দোকানে কাজ নেওয়ার কারনে তাকে মারধর করে। তাকে ওই বাজারে কাজ করতে বাধা দেওয়া হয়। অভিযুক্ত মাসুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের কাছে পুলিশ গিয়েছিল। বিষয়টি মিমাংসার জন্য বলে গেছেন। তবে তাকে তেমন মারধর করা হয়নি। চড় থাপ্পর দেওয়া হয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান খাঁন বলেন, বাক প্রতিবন্ধীকে মারধরের বিষয়ে পুলিশ পাঠানো হয়েছে। মিমাংসার কথা বলা হয়েছে। তবে দু’এক দিনের মধ্যে মিমাংসা না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

