
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান (ব্যালট নং-৮) বলেছেন, যদি আল্লাহ তাআলা ও সদস্যদের সমর্থনে তিনি নির্বাচিত হওয়ার তাওফিক দেন, তবে ন্যায়, সততা ও আমানতদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, “রেড ক্রিসেন্ট এমন একটি মানবসেবামূলক প্রতিষ্ঠান, যেখানে মানুষের কল্যাণে কাজ করাই ইবাদত। ইনশাআল্লাহ, আমি যদি দায়িত্ব পাই, তবে মানবতার সেবায় নিজেকে নিবেদিত রাখব এবং ইসলামী মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াব।”
মোঃ হাবিবুর রহমান আরও বলেন, “আমার লক্ষ্য—রেড ক্রিসেন্টের মাধ্যমে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, ন্যায় ও ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।”
তিনি সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও ভোটারদের প্রতি দোয়া ও সমর্থনের আহ্বান জানিয়ে বলেন, “আল্লাহ যেন আমাদের সবাইকে মানবতার সেবায় কাজ করার তাওফিক দান করেন।”
শুক্রবার (৭ নভেম্বর) সকালে সাতক্ষীরা শহরের আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।

