আজ
|| ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পিস ফর পিপল ফাউন্ডেশনের নিন্দা
প্রকাশের তারিখঃ ৬ নভেম্বর, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জে সংবাদ সংগ্রহ করার সময় সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর প্রতিবাদ জানিয়েছে পিস ফর পিপল ফাউন্ডেশন। সেই সঙ্গে দ্রুততম সময়ে সকল অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো পিস ফর পিপল ফাউন্ডেশনের অফিস ও প্রেস সেক্রেটারি মাজহার ইমন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদপেশায় নিয়োজিত সাংবাদিকদের ওপর হামলা মানে গণমাধ্যমের স্বাধীনতা, সত্য প্রকাশের অধিকার এবং জনগণের জানার অধিকারকে আঘাত করা। এ ধরনের ঘটনা একটি গণতান্ত্রিক ও মানবিক সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক ও উদ্বেগজনক। পিস ফর পিপল ফাউন্ডেশন মনে করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব।
এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি আহত সাংবাদিকদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদানের আহ্বানও জানিয়েছে পিস ফর পিপল ফাউন্ডেশন।
উল্লেখ্য যে, বুধবার (৫ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে হামলার শিকার হয়েছেন তিন সংবাদকর্মী। আহতরা হলেন- অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের সাংবাদিক মো. আকাশ এবং স্থানীয় নিউজ সাইট 'নিউজ নারায়ণগঞ্জ' এর আব্দুল্লাহ আল মামুন ও আয়াজ রেজা আরজু।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.