আজ
|| ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরায় পরিবেশ বান্ধব পন্য নিয়ে “গ্রীন ইনোভেশন ফেয়ার”
প্রকাশের তারিখঃ ৬ নভেম্বর, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :
সাতক্ষীরায় পরিবেশ বান্ধব পন্য উৎপাদনকারী উদ্যোক্তাদের নিয়ে “গ্রীন ইনোভেশন ফেয়ার” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে সিডো সংস্থা ও অ্যাকশনএইড বাংলাদেশ এর আয়োজনে সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্ট-এ দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়।
আয়োজিত এ মেলায় সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. বদরুদ্দোজা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীত কুমার দাশ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, টিটিসি সাতক্ষীরা অধ্যক্ষ অপু হালদার, অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী হালদার, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা জোৎনা দত্ত, স্বদেশ নির্বাহী পরিচালক মাধব দত্ত প্রমুখ।
এবারের গ্রীণ ইনোভেশন ফেয়ারে ১৫ টি স্টলে সবুজ উদ্যোক্তারা তাদের প্রডাক্ট প্রদর্শন করেন। সিদ্দিকীস গ্রীন টেকনোলজি। প্লাস্টিকের বেতি দিয়ে বেড়া, ঝুঁড়ি ও ঘরের সিলিং তৈরি। পরিবেশবান্ধব ছাদকৃষি। ধোঁয়াবিহীন “ ইকোব্রিক বা সবুজ ব্রিকেট। ভার্মি কম্পোস্ট উৎপাদন । বাঁশ দিয়ে ঝুঁড়ি,চাটাই,খাড়ায় ও কুলা তৈরি। চিপস এর মোড়ক দিয়ে বিভিন্ন ধরনের মাদুর ও আসন তৈরি। অর্গানিক পদ্ধতিতে সবজি উৎপাদন। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে (পানি শোধন) বিশুদ্ধ পানি গ্রামীণ জনগনের মাঝে বিতরণ। মাশরুম চাষ। অর্গানিক পদ্ধতিতে বস্তায় আদা চাষ। পরিবেশবান্ধব পাট দিয়ে ব্যাগ ও পুতুল তৈরি । মৌচাকের মোম দিয়ে বিভিন্ন ধরনের শোপিস তৈরি। জাষ্ট অর্গানিক ফুডের নিমপাতা ও কাচা হলুদ দিয়ে নিম সাবান, নারকেল তেল ও সোপবার দিয়ে এলোভেরা, অলিভওয়েল ও আলমন্ড তৈরী করা।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, সিডো সাতক্ষীরার প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান (তহিদ)।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.