আজ সোমবার, ডিসেম্বর ১, ২০২৫ খ্রিস্টাব্দ

 

গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচী এর আওতায় গৃহীত ড্রাইভার-হেলপারদের গ্রিন আমব্রেলা ওয়েলফেয়ার ফান্ডে একাকালীন অনুদান ও হেলথ কার্ড প্রদান করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা।
তিনি বলেন, একটি জাতির ভাগ্যে কখনোই পরিবর্তন ঘটেনা যতক্ষন পর্যন্ত তারা চেষ্টা না করে। ঠিক তেমনি আপনাদের পেশায় আমরা যে পরিবর্তন আনতে চেষ্টা করছি যদি আপনারা নিজেদের পরিবর্তন না করে তাহলে সেটা কখনোই সম্ভব না। তাই আগে নিজেদের পরিবর্তন করুন, তাহলেই আপনারা ভালো একটি ফলাফল পাবেন।
বক্তব্য শেষে উপস্থিত কর্মকর্তাগণ ড্রাইভার ও হেলপারদের মাঝে হেলথ কার্ড ও এককালীন অনুদান প্রদান করেন
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান, পরিবহন শ্রমিক দলের সভাপতি সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক লিটন হোসেন, শাহীন, বাচ্চু, হেলাল, জুয়েল এবং মালিক পক্ষ থেকে উপস্থিত ছিলেন রতন আহমেদ ও রওশন আহমেদ।

Exit mobile version