
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের কালেরডাঙ্গা গ্রামের মাওলানা মনিরুল ইসলাম ফারুকীর বড় ভাই নূর ইসলাম ব্রেন স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন।
বুধবার (৫ নভেম্বর) রাতে তাঁকে দেখতে, সেবা করতে ও তাঁর দ্রুত আরোগ্য কামনায় দোয়া করতে যান সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ ও শূরা সদস্য এবং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী প্রফেসর আব্দুল ওয়ারেছ।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসাইন, নায়েবে আমীর হাফেজ নজরুল ইসলাম, ৭ ও ৮নং ওয়ার্ড সভাপতি এবাদুল ইসলাম, মাওলানা রফিকুল,হাফেজ শাহাদুজ্জামান,মোখলেছুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ অসুস্থ নূর ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন এবং তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

