
সোনারগাঁ(প্রতিনিধি): নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা গ্রাম আদালত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর বুধবার সকালে উপজেলা প্রশাসন হল রুমে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.ইকবাল হোসাইন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা। এসময় আরো উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.কামরুজ্জামানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। উক্ত গ্রাম আদালত ত্রৈমাসিক সভায় গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনা করা হয়,আদালত পরিচালনায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব কর্তব্য ও পরবর্তী করনীয় আলোচনা,গ্রাম আদালত পরিচালনায় চ্যালেন্জ উত্তরনে গ্রাম আদালত ব্যাবস্থাপনা কমিটির সহযোগিতা কামনা ও জনগনকে ভিডিও ফুটেজ দেখানো প্রয়োজন।

