
সোনারগাঁ(প্রতিনিধি); বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপারসন কার্যালয় থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।দলের স্থায়ী কমিটির সদস্যরা বলেন,তৃণমূলের নিবেদিতপ্রাণ,পরীক্ষিত ও সংগঠক নেতাদের অগ্রাধিকার দিয়েই মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। তারা আরও জানান, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে। মনোনয়ন পাওয়ার পর আজহারুল ইসলাম মান্নান বলেন, “এ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে আমি সর্বস্তরের নেতা-কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব।

