আজ
|| ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
মেঘনা ইন্ডাষ্ট্রিয়াল ইকোনমিক জোনে ‘সিকা বাংলাদেশ’-এর কারখানা উদ্বোধন
প্রকাশের তারিখঃ ৩ নভেম্বর, ২০২৫
সোনারগাঁ(প্রতিনিধি); নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত সুইজারল্যান্ড ভিত্তিক বিশেষায়িত ক্যামিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান 'সিকা বাংলাদেশ লিমিটেড’ এর উৎপাদন কারখানার উদ্বোধন করা হয়েছে। মেঘনা ইন্ডাষ্ট্রিয়াল ইকোনমিক জোনে (গওঊত) তাদের এ আধুনিক উৎপাদন কারখানার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার টিপরদী এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত রেটো রেংগলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা গ্রæপ অব ইন্ডাষ্ট্রিজ এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল।উদ্বোধনী অনুষ্ঠানে সিকা বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি হেড সঞ্জীবন রায় নন্দী বলেন,সিকা বাংলাদেশ হলো সিকার ১০০তম সাবসিডিয়ারি— যা আমাদের জন্য এক গৌরবের মাইলফলক। সিকা এখন বিশ্বজুড়ে টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের প্রতীক। নির্মাণ ও শিল্প খাতে স্থায়িত্ব,শক্তি এবং উপকরণের দক্ষতা বৃদ্ধিতে আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি।তিনি আরও জানান,বাংলাদেশের নির্মাণ ক্যামিক্যাল বাজার বর্তমানে প্রায় ১০কোটি মার্কিন ডলারের সমান। এ বাজারে সিকার অবস্থান আরও শক্তিশালী করতে প্রতিষ্ঠানটি প্রায় ৫.১৯ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক বিনিয়োগে নতুন এ কারখানা নির্মাণ করেছে। ৮,০৯৪ বর্গমিটার জায়গাজুড়ে স্থাপিত কারখানাটিতে দুটি আধুনিক উৎপাদন লাইন রয়েছে একটি লিকুইড অ্যাডমিক্সচার ও অন্যান্য কংক্রিট পণ্য উৎপাদনের জন্য এবং অন্যটি পাউডার-ভিত্তিক প্রোডাক্ট তৈরির জন্য।সঞ্জীবন রায় নন্দী আরো বলেন,নতুন এ ফ্যাক্টরি স্থানীয় সাপ্লাই চেইনের দক্ষতা বাড়াবে,ব্যবসায়িক সুযোগ সম্প্রসারিত করবে এবং দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।বিশ্বজুড়ে নির্মাণ ও মোটর গাড়ি শিল্পের জন্য বন্ডিং,সিলিং,রিইনফোর্সিং,প্রটেকশন ও ড্যাম্পিং পণ্যে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সিকা বর্তমানে ১০০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির রয়েছে ৪০০টিরও বেশি উৎপাদন কারখানা এবং প্রায় ৩৪,০০০ কর্মী। সিকা বাংলাদেশ বাজারে শিগগিরই একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাইল অ্যাডহেসিভ আনতে যাচ্ছে, যা প্রচলিত মর্টারের তুলনায় অধিক স্থায়িত্ব ও বন্ধন শক্তি প্রদান করবে। অতিথিরা অনুষ্ঠান শেষে কারখানার বিভিন্ন সাইড পরিদর্শন করেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.