আজ সোমবার, ডিসেম্বর ১, ২০২৫ খ্রিস্টাব্দ

 

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :
সাতক্ষীরা সরকারি কলেজে এক বছরের পরিকল্পনা ও প্রচেষ্টার পর অবশেষে আন্তঃবিভাগ ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট অনুমোদিত হল।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হোসেন রবিবার (২ নভেম্বর ) এই প্রস্তাবনা অনুমোদন প্রদান করেন।

এই টুর্নামেন্টে কলেজের সকল ১৬টি বিভাগ অংশগ্রহণ করবে। আয়োজক কমিটি জানিয়েছে, এটি শিক্ষার্থীদের মধ্যে দলীয় চেতনা, নেতৃত্ব, শৃঙ্খলা এবং স্বাস্থ্যসম্মত প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করবে।
শুরুতে বিভিন্ন সমালোচনা ও বাধার মুখোমুখি হলেও শিক্ষার্থীরা হাল ছাড়েননি। তারা জানিয়েছেন, এসব প্রতিবন্ধকতা তাদের আরও দৃঢ়, জেদী ও অনুপ্রাণিত করেছে। একজন আয়োজক শিক্ষার্থী বলেন,
“আমি এত সহজে হার মানিনি। এক বছরের অক্লান্ত প্রচেষ্টার পর আজ আমাদের স্বপ্নের টুর্নামেন্ট বাস্তবে রূপ নিয়েছে।”

প্রতিটি বিভাগের অংশগ্রহণ নিশ্চিত করতে ১,৫০০ (এক হাজার পাঁচশত) টাকা এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন বিভাগ থেকে অংশগ্রহণের সম্মতি ও প্রতিনিধি মনোনয়ন জমা পড়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মোঃ মোস্তাফিজুর রহমান (রাষ্ট্রবিজ্ঞান), ফাহমিদ আলম (প্রাণিবিদ্যা), বখতিয়ার হোসেন (গণিত), মুসাউইর রহমান (ইতিহাস), মোঃ নুরুজ্জামান (গণিত), রাকিব হাসান (গণিত) ও সাকিব খান (ব্যবস্থাপনা)।

আয়োজকরা জানিয়েছেন, অধ্যক্ষ মহোদয়ের অনুমোদন ও শিক্ষার্থীদের সহযোগিতা এই টুর্নামেন্টকে সফল করেছে। কলেজে এটি শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, বন্ধুত্ব ও ক্রীড়া চেতনার নতুন দিগন্ত উন্মোচন করবে।

Exit mobile version