
সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও নাসিকের সাবেক কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতির সহধর্মিণী রোকেয়া রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক জনদর্পণ পত্রিকার প্রকাশক আশরাফ উদ্দিন। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন।
শোক প্রকাশ করে আশরাফ উদ্দিন বলেন, আমি অত্যন্ত মর্মাহত তাঁর মৃত্যুতে। রোকেয়া রহমান কাকির জন্য আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি।আল্লাহ যেন তাঁকে জান্নাতের মালিকের সাক্ষাৎ নসিব করেন।”
উল্লেখ্য, শুক্রবার সকাল ১১টায় নিজ বাসায় তার স্ত্রী রোকেয়া রহমান মৃত্যুবরণ করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।শনিবার (১ নভেম্বর) জোহরের নামাজের পর মতির সাবেক কাউন্সিলর কার্যালয়ের সামনের একটি মসজিদ সংলগ্ন মাঠে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এসময় দলমত নির্বিশেষে জানাজায় অংশ নেন হাজার হাজার মানুষ।

