আজ
|| ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ ও হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে টিডিএইচ ফাউন্ডেশন এর সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজন সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে `স্পোর্টস ফর প্রোটেকশন রেজিলিয়েন্স অ্যান্ড ট্রান্সফরমেশন (SPiRiT)’ নামক প্রকল্পের আওতায় খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার আয়োজন করছে।
খেলায় অংশ নেন কিশোর-কিশোরী,যুব ও অভিভাবক'রা। দিনব্যাপী এ আয়োজনে ফুটবল ম্যাচের পাশাপাশি হারিয়ে যাওয়া গ্রামীন ঐতিহ্যবাহী বিশ বালিশ ও চেয়ার সেটিং খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেবিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক ফিফা রেফারি ও জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত তৈয়ব হাসান বাবু, এসময় উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, ওসিসি কর্মকর্তা আব্দুল হাই,মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী,স্পিরিট প্রোগ্রাম অফিসার শরিফুল ইসলাম সহ আরো অনেকে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কো-অর্ডিনেটর সুজয় সরকার।
উক্ত খেলাতে ছেলে ও মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ, জনপ্রিয় স্থানীয় খেলা হাড়িভাঙা, চামচ দৌড়, বালিস ছোড়া, লুডু, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলাশেষে বিজয়ীদের মধ্যে কাপ, মেডেল ও পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য,সাতক্ষীরা জেলার ০৫টি উপজেলার ১৫টি ইউনিয়নে জলবায়ু পরিবর্তন জনিত কারণে অপেক্ষা কৃত পিছিয়ে পড়া ও ক্ষতির শিকার জনগোষ্ঠীর পরিবারের ২৭০০ জন ( ছেলে ১৩৫০ এবং মেয়ে ১৩৫০ জন) শিশু ও যুবদের অংশগ্রহণে ১৮০ টি গ্রুপের মাধ্যেমে গত ০৪ মাস ব্যাপী ‘সুরক্ষার জন্য ফুটবল কারিকুলাম গাইড’ এবং ‘সুরক্ষার জন্য গ্রামীণ ঐতিহ্যবাহী কেলা কারিকুলাম লাইড’ এ অর্ন্তভূক্ত নিরাপদ খেলার মাধ্যমে ১৮টি সেশনের মধ্য দিয়ে জীবনের গুরুত্বপূর্ণ ৬টি জীবন দক্ষতা অর্জন করেছে। জীবন দক্ষতা গুলো হলো আস্থা স্থাপন, সহযোগিতা, যোগাযোগ, আবেগ ব্যবস্থাপনা, সৃজনশীল চিন্তাভাবনা এবং দায়িত্ব গ্রহণ। দক্ষতাগুলো অর্জনের মাধ্যমে সুস্থতার প্লিয়ারসমূহ যেমন নিরাপদ বোধ করা, সংযুক্ত অনুভব করা, সম্মানিত বোধ করা, আশাবাদী করা, যোগ্যবোধ করা, আত্মসুরক্ষা ও সতীর্থের সুরক্ষা অনুভুতির মধ্যদিয়ে জীবন দক্ষতা গুলো কাজে লাগিয়ে তারা তাদের নিজেদের সমস্যা সমাধানে কাজ করছে। পাশাপাশি পরিবার, স্কুল ও কমিউনিটি কেন্দ্রিক সমস্যা চিহ্নিত করে স্থানীয় যুব, অভিভাবক, ক্লাব, ইউনিয়ন পরিষদ ও উপজেলার মাধ্যমে সমস্যা সমাধানে বর্তমানে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে তারা আরও ‘এনজেগ কারিকুলাম গাইড’ এর মাধ্যমে ৮টি সেশনের মাধ্যমে উক্ত উদ্যোগগুলো গ্রহণ করছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.