আজ
|| ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
আগামী সংসদ নির্বাচনের মনোনয়নক কেন্দ্র করে অনেক মনোনয়ন প্রত্যাশী মাঠে কাজ করে যাচ্ছেন
প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৫
সোনারগাঁ(প্রতিনিধি):ঐক্যবদ্ধ বিএনপিকে কোন দল পরাজিত করতে পারবে না। আগামী সংসদ নির্বাচনের মনোনয়নক কেন্দ্র করে অনেক মনোনয়ন প্রত্যাশী মাঠে কাজ করে যাচ্ছেন। কেউ কেউ ইষাণির্¦ত হয়ে একে অপরের বিরুদ্ধে অপ প্রচার করছেন। এতে বিএনপি দূর্বল হয়ে পড়ছে। নেতাকর্মীরা পক্ষে বিপক্ষে অবস্থান নিচ্ছেন। তাই আমাদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার বিকেলে কাঁচপুর এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ অধ্যাপক মো.রেজাউল করিম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কাঁচপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।তিনি বলেন,নারায়ণগঞ্জ-৩ আসনে অনেকেই বিএনপি মনোনয়ন প্রত্যাশী। সকলেই বিএনপি ধানের শীষ প্রতীকের জন্যই মাঠে, ঘাটে, উঠান বৈঠক ও জনসভায় ভোট চাইছেন। কেউ অন্য কোন প্রতীকের জন্য ভোট চাইছেন না। তাহলে কেন আমাদের মধ্যে অনৈক্য থাকবে। সকলেই ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি।নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালুর সভাপতিত্বে বক্তব্য রাখেন,সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর,সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিউদ্দিন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল,সোনারগাঁ পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, সোনারগাঁ পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক,পিরোজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান প্রমুথ। এসময় সোনারগাঁ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.