তালায় আগুনের ভস্মিভূত দোকানপাট,ক্ষতির পরিমান ৮ লক্ষাধিক টাকা।
প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৫
তালা সাতক্ষীরা, প্রতিনিধি।
সাতক্ষীরা তালা খলিলনগর ইউনিয়নের হাজরাকাঠি বাজারে আগুনের পুড়ে ভস্মিভূত দোকানপাট,ক্ষতির পরিমান ৮ লক্ষাধিক টাকা প্রায়।
৩০ আক্টোবর (বৃহস্পতিবার) রাত আনুমানিক ৩ টায় এ ঘটনা ঘটে। বাজারের পাহারাদার কেরামত আলি ও হোসেন আলি ডিউটি করছিলেন। তারা বাজারের দুই পার্শ্বে ছিলেন। তারা দেখতে পায় বাজারের ছোরমান মিষ্টির দোকান, রায়হানের ভাজার দোকান, রানার চায়ের দোকানে আগুন লেগেছে। রাতে ফায়ার সার্ভিসকে খবর দিলে তালা ও ডুমুরিয়া থেকে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ৮/৯ টা দোকান মালামাল সহ পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি দুষ্কৃতিকারীদের হাত ছিল তদন্ত সাপেক্ষে জানা যাবে। আগুনের দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ায় ব্যবসায়ীদের প্রায় ৮/৯ লক্ষাধিক টাকা ক্ষতি হয়।
দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা আসার কারনে ক্ষতির পরিমাণ কম হয়।( ধন্যবাদ ফায়ার সার্ভিস তালা/ ডুমুরিয়া অফিস)।
তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপা রানী সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাইনুদ্দিন সহ সাংবাদিক বৃন্দ।
পরিদর্শন শেষে বলেন আমরা তদন্ত সাপেক্ষে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করবো। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা করার আশ্বাস্থ্য করেন। স্থানীয় লোকজন বলছেন এটা কোন দুর্ঘটনা না, কেউ পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দিয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com