
তালা, সাতক্ষীরা,প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলায় সাবেক ছাত্রদল সভাপতি ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা সরদার মুজিবের একান্ত সহযোগী, একাধিক চাঁদাবাজি মামলার আসামি সাংবাদিক নাজমুলের নেতৃত্বে মবসৃষ্টি করে চাঁদা দাবির অভিযোগে জামায়াত সমর্থকদের সাথে তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় তালা হাসপাতালে জরুরী বিভাগের সামনে এই ঘটনা ঘটে। এর আগে, দুপুরে রহিমাবাদ গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এই ঘটনা সূত্রপাত ঘটে ।এলাকাবাসীর সূত্রে জানাযায়,গ্রামে একটি রাস্তা সংস্কার নিয়ে দুপুরের পর বৈঠকে বসে। সেখানে সাত্তার মোড়ল ও আনিছ মোড়লের সাথে রাস্তা করা নিয়ে বিরোধে জড়ায় স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক মোস্তাফিজুর রহমান রাজুসহ তার পরিবার।
এ ঘটনাকে কেন্দ্র করে দলীয় মত সৃষ্টি করে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত করার ভয় ভীতি দিয়ে চাঁদা দাবি করেন
ছাত্রদলের সাবেক সভাপতি সাংবাদিক খাঁন নাজমুল হুসাইনসহ কয়েক জন সাংবাদিক পরিচয় দানকারী ব্যক্তি । এ সময় ভুক্তভোগী জামায়ত সমার্থক ব্যক্তিদের সাথে তর্ক বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে।
এ বিষয়ে জামায়তকর্মী মোস্তাফিজুর রহমান রেন্টু বলেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আমরা মীমাংসার জন্য গিয়েছিলাম। এ সময় সাবেক ছাত্রদলের সভাপতি সাংবাদিক খান নাজমুল হুসাইনের সঙ্গে তর্ক-বিতর্ক হাতাহাতি হয়।
জামায়াত কর্মী অ্যাড. মশিয়ার রহমান বলেন, নাজমুলকে আমি বলেছি এটা পারিবারিক বিষয়। ভিডিও করা, পত্রপত্রিকায় দিয়ে থানা পুলিশ করার দরকার নেই। এ সময় তর্ক ও কিছুটা ধস্তাধস্তি হয়েছে।
এ বিষয়ে সাংবাদিক খাঁন নাজমুল ইসলাম জানান, হাসপাতালে ভর্তি সহকর্মী রাজুর মাকে দেখা ও তথ্য সংগ্রহের জন্য হাসপাতালে যান তিনি। সেখানে পৌঁছা মাত্রই জরুরী বিভাগের সামনে জামায়ত কর্মী অ্যাড. মশিয়ার রহমান ও মোস্তাফিজুর রহমান রেন্টুর উপস্থিতিতে কয়েকজন জামায়াতের কর্মী সমর্থকরা আমাকে মারধর করে।
তালা থানার ওসি মো. মাঈনুদ্দীন বলেন, দুপুরে একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনার জেরে সন্ধ্যায় আবারও ঘটনা ঘটে বলে তথ্য পেয়েছি । এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ আসলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

