মানুষের পাশে, ব্যবসার সেবা নিয়ে—তানহা স্টোরের শুভ উদ্বোধন
প্রকাশের তারিখঃ ২৪ অক্টোবর, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের বাঁধনডাঙ্গায় “তানহা স্টোর”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে বাঁধনডাঙ্গা জামে মসজিদ চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে দোকানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের পরিচালনা করেন আনিসুর রহমান এবং সভাপতিত্ব করেন ইয়াসিন সরদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ।
এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব শাহাদাত হোসেন, ওমীর সরদার, ইব্রাহিম খলিলুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, “তানহা স্টোর” এলাকার মানুষের দৈনন্দিন চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যবসার পাশাপাশি মানবিক সেবা নিয়েও দোকানটির উদ্যোক্তারা কাজ করতে চান বলে জানা গেছে।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাঁধনডাঙ্গা জামে মসজিদের ইমাম হাফেজ শাহেদুজ্জামান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com