আজ
|| ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরার ‘প্রাণসায়ের খাল’ রক্ষার দাবিতে মানববন্ধন
প্রকাশের তারিখঃ ২৩ অক্টোবর, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :
সাতক্ষীরা শহরের একমাত্র প্রবাহমান খাল ‘প্রাণসায়ের খাল’ রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা নারগিক কমিটি, প্রাণসায়ের কমিটি, উত্তরণ, সিডো ও স্বদেশ’র আয়োজনে জেলা নাগরিক কমিটির আহ্বায়ক এড. আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- স্বদেশের নিবাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, প্রথম আলোর সাংবাদিক কল্যান ব্যনাজী, এড. আবুল কালাম আজাদ, সাবেক পৌর কমিশনার সফিকুদোল্লাহ সাগর, শরিফুল্লাহ কায়শার সুমন, বেলাল হোসেন ও আব্দুস সামাদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সাতক্ষীরা শহরের একমাত্র প্রবাহমান জলাধার ‘প্রাণসায়ের খাল’ আজ দখল, দূষণ ও অব্যবস্থাপনার কারণে মৃত্যুপথযাত্রী। একসময় এই খালই ছিল শহরের প্রাণ—যার মাধ্যমে নৌযান চলাচল, কৃষির সেচ ও স্থানীয় বাণিজ্য কার্যক্রম পরিচালিত হতো। শহরের পানি নিষ্কাশন ও পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও খালটি অপরিসীম ভূমিকা রাখত।
তারা আরও বলেন, খালের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, স্লুইসগেট ও ময়লা–আবর্জনার স্তূপ আজ এর অস্তিত্ব সংকটে ফেলেছে। অবিলম্বে এল্লারচর ও খেজুরডেঙ্গীর স্লুইসগেট অপসারণ, খালে বর্জ্য ফেলা বন্ধ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালু করা জরুরি।
বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, প্রাণসায়ের খালকে বাঁচাতে জরুরি ভিত্তিতে খাল পুনঃখনন, অবৈধ দখল উচ্ছেদ, বর্জ্য ব্যবস্থাপনায় কঠোরতা ও খালের সৌন্দর্যবর্ধনে উদ্যোগ নিতে হবে। পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে—কারণ খাল রক্ষা মানে শহরের পরিবেশ, সংস্কৃতি ও জীবনের রক্ষা।
তারা সতর্ক করে বলেন, যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তবে আগামীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.