বিএনপির ঘোষিত রাষ্ট্রসংস্কার বিষয়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং ধানের শীষের পক্ষে প্রচারণা চালাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যাপক জনসম্পৃক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বিকালে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম লামাপাড়া, রামারবাগ, লালখা, তক্কার মাঠসহ বিভিন্ন এলাকায় এই প্রচারণা চালানো হয়। এ সময় মানুষের মধ্যে উৎসাহ ও আগ্রহ দেখা যায় ধানের শীষের পক্ষে।
কর্মসূচিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন ও বিএনপির কর্মসূচির মূল বার্তাগুলো তুলে ধরেন। স্থানীয় জনগণ তাকে ঘিরে ধরে ধানের শীষের স্লোগান তুললে পুরো এলাকায় উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়।
বক্তব্যে মাসুকুল ইসলাম রাজীব বলেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে মানুষের কাছে আমাদের নেতার বার্তা পৌঁছে দিতে এসেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের পুনর্গঠনের জন্য যে ৩১ দফা রাষ্ট্রসংস্কার পরিকল্পনা দিয়েছেন, সেটাই আমরা মানুষের কাছে তুলে ধরছি। মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া মিলছে- কারণ মানুষ ধানের শীষের প্রতীকে এখনো বিশ্বাস রাখে।
তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপিকে নিয়ে নানা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, সাধারণ মানুষের আস্থার জায়গাটা দুর্বল করার চেষ্টা করছে। কিন্তু আমরা চাই মানুষ যেন বিএনপির প্রকৃত চরিত্রটা জানতে পারে- বিএনপি কী করতে চায়, কীভাবে দেশের ভবিষ্যৎ নির্মাণ করতে চায়।
রাজীব আরো বলেন, আমরা চাই, মানুষ যেন জানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যদি জনগণের ভোটে সরকার গঠন করে, তাহলে রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, কীভাবে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে। এই বার্তাই আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি।
উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে একনায়কতান্ত্রিক শাসনের ফলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। কিন্তু জাতীয়তাবাদী দল ক্ষমতায় এলে জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন হবে। আমরা বিশ্বাস করি- ফতুল্লাসহ নারায়ণগঞ্জের মানুষ বিএনপির ওপর তাদের আস্থা পুনর্গঠন করছে, আমরা সেই আস্থার মর্যাদা রাখব।
প্রচারণায় বিএনপির স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেয়। এলাকায় বিএনপির এই কর্মসূচিকে ঘিরে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com