আজ
|| ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২২ অক্টোবর, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা:
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৫ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে সাতক্ষীরা কালেক্টর চত্বর থেকে একটি র্যালি বের হয় যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও হেলমেট বিতরণ অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন' সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেনজেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, রোডস এন্ড হাইওয়ে এক্সেন আনোয়ার পারভেজ, জেলা বিআরটিএ মটরযান পরিদর্শক ওমর ফারুক, উচ্চমান সহকারী মোঃ নাসির উদ্দীন, সাতক্ষীরা সদর ট্রাফিক অফিস, টিআই আব্দুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা বাজাজ সিএনজি অটোটেম্পু মালিক ও ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি মোঃ রেজাউল ইসলামসহ সরকারি কর্মকর্তা, নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃবৃন্দ, চালক সংগঠনের প্রতিনিধি, রোভার স্কাউট ও শিক্ষার্থীরা।
সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতিদিন অসংখ্য প্রাণ ঝরছে অসচেতনতা, অতিরিক্ত গতি, অবৈধ পার্কিং ও নিয়ম না মানার কারণে। শুধু আইন প্রয়োগ নয়, চালক, যাত্রী ও পথচারী সবার মধ্যে ট্রাফিক সচেতনতা বাড়াতে হবে। বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিতে নিয়মিত প্রশিক্ষণ, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার বাধ্যতামূলক করা, ওভারটেকিং নিয়ন্ত্রণ এবং যাত্রীবাহী যানবাহনের নিয়মিত ফিটনেস পরীক্ষা জোরদারের আহ্বান জানান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.