আজ
|| ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় সকল দপ্তরের কর্মকর্তাদের সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে রাষ্ট্রের উন্নয়নে কাজ করার নির্দেশ ডিসির
প্রকাশের তারিখঃ ১৯ অক্টোবর, ২০২৫
উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় সকল দপ্তরের কর্মকর্তাদের সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে রাষ্ট্রের উন্নয়নে কাজ করার নির্দেশ ডিসির
অদ্য ১৯/১০/২০২৫ইং রবিবার সকাল ১০.৩০ঘটিকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জনাব মোঃ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ আলমগীর হোসেন এর পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডক্টর এ এফ এম মশিউর রহমান, ডিডি স্থানীয় সরকার বিভাগ মোঃ সোহেল রানা অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফারজানা শান্তা, জেলা আনসার কমান্ডার নাইমা ইসলাম, নির্বাহী প্রকৌশলী, জেলা পরিষদ,নির্বাহী প্রকৌশলী গনপুর্ত বিভাগ, কৃষি অফিসার, ডিডি সমাজ সেবা,ডিডি পরিবার পরিকল্পনা, জেলা পরিষদ কর্মকর্তা,ডেপুটি জেলার , উপজেলা নির্বাহী অফিসারগন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।
উন্নয়ন সমন্বয় কমিটির সভায় যে সকল বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো হাসপাতাল গুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা ও চিকিৎসা সেবার মান উন্নয়ন, নিরাপদ খাদ্য,প্রতিবন্ধী সেবা ও সাহায্য, ভোটার তালিকা হালনাগাদ তথ্য, সার্বজনীন জন্ম -মৃত্যু নিবন্ধন,মৎস্য চাষে আগ্রহী করে তেলা, জলাবদ্ধতা নিরসনে বিশেষ ভূমিকা পালন সহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভাপতিির বক্তব্যে জেলা প্রশাসক বলেন আমরা নতুন একটা সমাজ ব্যবস্থা চালু করতে চাই।যেখানে সবাই হবেন মানবিক। দেশের ও সমাজের প্রতি সবার দায়িত্ববোধ থাকতে হবে এবং যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে রাষ্ট্রের উন্নয়নে কাজ করে যেতে হবে। জেলা প্রশাসক এলজিইডিকে বলেন ডিএনডি খালের ভিতরে কতগুলো অবৈধ ব্রিজ রয়েছে তার পরিসংখ্যান এক সপ্তাহের ভিতরে অত্র দপ্তরে প্রেরণ করার জন্য বলেছেন।অতিরিক্ত ব্রীজের কারণে ময়লা বিভিন্ন জায়গায় আটকে যাচ্ছে এজন্য অবৈধ ও নিষ্প্রয়োজন ব্রিজ গুলো ভেঙে ফেলতে হবে। প্রতিউত্তরে এলজিইডি বলেন এক মাস সময় দেওয়ার জন্য। ডিসি বলেন এক সপ্তাহের বেশি সময় দেওয়া যাবে না। সিটি কর্পোরেশনকে উদ্দেশ্য করে বলেন আগামী ১৫ দিনের ভিতরে কোথায় কোথায় মাছ চাষ করা যাবে সে সমস্ত জায়গা পরিপূর্ণভাবে মাছ চাষের উপযোগী করে আমাকে রিপোর্ট দেবেন,আমি এই খালের ভিতরে মাছ চাষের ব্যবস্থা করব।এই তালিকা টা চাই। অবৈধ ব্রিজ যেগুলো পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ।সিদ্ধান্ত হল খাল পরিষ্কার করে মাছ চাষের উপযোগী করে তুলতে হবে। এই তালিকাটা একেবারে আসতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে বলেন আপনি নতুন আসছেন এই এলাকার প্রতিটা কৃষককে সঠিকভাবে সার ওষুধ বীজ প্রদান করবেন কোন প্রকার দুর্নীতির সাথে জড়াবেন না। এর আগেও বহু বার আমাকে কথা শুনতে হয়েছে এরকম যেন না হয়। যেখানে ধান গাছ চাষ করা যাবে সেখানে ধান চাষ করবে যেখানে সবজি সবজি চাষ করবে। কৃষকদের সঠিকভাবে সার, বীজ কীটনাশক প্রদান করতে হবে। আড়াই হাজার ও সোনারগাঁও থানায় ২ টি ডিপ টিউবওয়েল দেয়া হবে।উক্ত সভায় সকল দপ্তরের কর্তৃপক্ষদের উদ্দেশ্য করে বলেন যার যার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে কাজ করতে হবে। জনগণের কাঙ্ক্ষিত সেবা যাতে আমরা খুব সহজেই দিতে পারি। এতে কোন প্রকার তালবাহানা চলবে না আমাদেরকে সৎ হতে হবে মানবিক হতে হবে রাষ্ট্রের প্রতি সমাজের প্রতি ভালোবাসা থাকতে হবে। রাষ্ট্রের উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে। এটা মাথায় রেখে সবার কাজ করার জন্য অনুরোধ রইল।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.