নোবেল মনোনীত সুদীপ্ত দেবনাথকে সংবর্ধনা দিল ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুব জামায়াত
প্রকাশের তারিখঃ ১৯ অক্টোবর, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের তরুণ সমাজকর্মী ও ‘শিশু নোবেল’ হিসেবে খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার–২০২৫ এর জন্য মনোনীত সুদীপ্ত দেবনাথকে সংবর্ধনা দিয়েছে ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুব জামায়াত শাখা।
রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় নবী সানার মার্কেটে অবস্থিত ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াত অফিসে এই সংবর্ধনা প্রদান করা হয়।
ধুলিহর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুর করিম'র সভাপতিত্ব ও ধুলিহর ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি আবু তাহের বাবুর পরিচালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য ও যুব ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা রবিউল ইসলাম।
বিশেষ অতিথি উপজেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের সভাপতি মাওলানা আনিছুর রহমান, উপজেলা ইউনিট সদস্য ধুলিহর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আশরাফুজ্জামান খোকন, ধুলিহর ইউনিয়ন আমীর মাওলানা আব্দুস সালাম, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি প্রভাষক আশরাফুল আলম বুলু, ধুলিহর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো: রবিউল ইসলাম, ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শাহিনুর রহমান'সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সুদীপ্ত দেবনাথ ব্রহ্মরাজপুর সাহাপাড়া এলাকার স্কুল শিক্ষক যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথ দম্পতির সন্তান। তার নানা উদ্যোগে স্থানীয় শিশু ও যুবসমাজকে শিক্ষিত ও সমাজসেবায় সম্পৃক্ত করার প্রচেষ্টা বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
ইউনিয়ন যুব জামায়াতের নেতৃবৃন্দ বলেন, সুদীপ্তের মতো প্রতিভাবান ও সমাজসেবায় নিবেদিত যুবসমাজকে প্রেরণা দেওয়া দেশের জন্য গর্বের বিষয়। তারা তার ভবিষ্যৎ কর্মযাত্রার জন্য শুভকামনা জানিয়ে বলেন, তার অর্জন স্থানীয় যুবকদের জন্য দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।
সংবর্ধনা অনুষ্ঠানে সুদীপ্তের প্রতি সম্মান প্রকাশের পাশাপাশি তার অর্জনকে উৎসাহিত করার মাধ্যমে সমাজে শান্তি ও মানবিক মূল্যবোধের প্রচার চালিয়ে যাওয়ার গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন । প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত । মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪ ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com