আজ সোমবার, ডিসেম্বর ১, ২০২৫ খ্রিস্টাব্দ
লক্ষ্মীপুরের রামগতিতে আজ রবিবার আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ভোর ৪টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের সুইজগেইট বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে নগদ অর্থ, মালামাল ও দোকানঘরসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ভোরে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিস ইউনিটের দুইটি টিম এবং স্থানীয়রা একযোগে কাজ করে দেড় ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে বাজারের প্রায় ১০টি দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে গিয়েছিলাম।
ভোরে শুনেছি আগুন লেগেছে। এসে দেখি সব দোকান পুড়ে গেছে। এখন আমাদের ভিক্ষা করা ছাড়া কোন উপায় নেই। 

রামগতি ফায়ার সার্ভিসের উপপরিদর্শক জাকির হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আগুনের কারণ ছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনও আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিটকে দাবি করেন এবং জানান, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়। 
Exit mobile version