নাসির উদ্দিন সোনারগাঁ; নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। ১৯ অক্টোবর রবিবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শেখেরহাট বড় মসজিদ হইতে আমির আলী হাজীর বাড়ি পর্যন্ত ৩শ’ মিটার ইটের সলিং রাস্তা প্যলাসাইং উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.কামরুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,সমাজসেবক মো.আবদুল্লাহ আল মামুন জামপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.নাসির উদ্দিন,বিএনপি নেতা ইলিয়াস সরদার,ছাত্রদলের লিখন ভুইয়া,বিএনপি নেতা শাহ সুলতান প্রমূখ। উদ্বোধনের সময় এলাকার গণ্যমান ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.কামরুজ্জামান বলেন আমার জামপুর ইউনিয়নের মসজিদ,মাদ্রাসা,কবরস্থান ও রাস্তার উন্নয়ন কাজ করাই আমার মূল লক্ষ্য। তিনি আরো বলেন জামপুর ইউনিয়নের অসমাপ্ত সমাপ্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।


