মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন ১৮ অক্টোবর শনিবার বিকালে ডিবি ইউনাইটেড হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশে এই সম্মেলন সম্পন্ন হয়।
নির্বাচনে সভাপতি পদে ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আবুল হাসান ২২২৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন আফিল পান ২০২ ভোট।
সাধারণ সম্পাদক পদে ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাছিম বিল্লাহ ২৪২ ভোটে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মুকুল হোসেন ১৪২ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মোস্তফা আরিফুর রহমান ২০৪ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২ জন ওমর ফারুক ১৪২ ভোট ও শাহিনুর রহমান ৩৭ ভোট পান।
সম্মেলনে সভাপতিত্ব করেন সদস্য সাতক্ষীরা জেলা বিএনপি ও
সংসদীয় আসন সাতক্ষীরা ২ এর সাংগঠনিক টিম সদস্য আব্দুর রশিদ চেয়ারম্যান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ. এম. রহমতুল্লাহ পলাশ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, ডা. মনিরুজ্জামান, অ্যাড সৈয়দ ইফতেখার আলী,ও
অ্যাড . নুরুল ইসলাম,
নির্বাচনের দায়িত্ব ছিলেন ।
এছাড়াও জেলা ও উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
কাউন্সিলকে ঘিরে ব্রহ্মরাজপুর এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। দুপুর থেকেই নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। দীর্ঘদিন পর তৃণমূল পর্যায়ে এ ধরনের প্রাণবন্ত কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার দেখা যায়।


