আজ সোমবার, ডিসেম্বর ১, ২০২৫ খ্রিস্টাব্দ

 

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার
‘ব্রক্ষরাজপুর বাজারে জামায়াতে ইসলামী’র পেশাজীবি বিভাগের’ নবগঠিত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার( ১৮ অক্টোবর) রাতে ব্রক্ষরাজপুর বাজার জামে মাসজিদে এ কমিটি গঠন করা হয়।

ব্রক্ষরাজপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী’র সঞ্চালনায় ও ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা কর্মপরিষদ সদস্য ও ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রফেসর আব্দুল ওয়ারেছ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের সভাপতি মাওলানা আনিছুর রহমান, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা ওসমান গনি,সাতক্ষীরা সরকারী কলেজের সাবেক জি এস প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ,ইউনিয়ন নায়েবে আমীর হাফেজ নজরুল ইসলাম,মাওলানা রফিকুল ইসলাম ছয় নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা মুহিবুল্লাহ,০৮ নং ওয়ার্ড সভাপতি ইবাদুল ইসলাম’সহ আরো অনেকে।

বাংলাদেশ জামায়াতে ইসলামি পেশাজীবী বিভাগের নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছে বিসমিল্লাহ ইলেকট্রনিকস এর স্বত্বাধিকারী মোঃ শহিদুল ইসলাম ও সেক্রেটারি আশরাফুল ইসলাম। ব্রহ্মরাজপুর বাজার ইউনিট শাখার সভাপতি মনোনীত হন মাওলানা মনিরুল ইসলাম ফারুকী ও সেক্রেটারি মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স এর স্বত্বাধিকার মোঃ মোখলেছুর রহমান ।উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা হন প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ , মাওলানা আনিছুর রহমান,

প্রধান অতিথি প্রফেসর আব্দুল ওয়ারেছ তাঁর বক্তব্যে বলেন—
“জামায়াতে ইসলামী সবসময় সৎ, নিষ্ঠাবান ও আল্লাহভীরু পেশাজীবীদের একত্রিত করে সমাজে ন্যায় ও আদর্শ প্রতিষ্ঠায় কাজ করে আসছে। আমাদের পেশাজীবী ভাইয়েরা যেন নিজ নিজ কর্মক্ষেত্রে আমানতদারিত্ব, ন্যায়নীতি ও ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটান— এটাই সময়ের দাবি।
তিনি আরও বলেন,
‘ব্রহ্মরাজপুর বাজারের পেশাজীবীরা যদি সত্যবাদিতা, বিশ্বস্ততা ও পরস্পরের প্রতি সহযোগিতার মাধ্যমে বাণিজ্য পরিচালনা করেন, তবে এই বাজার শুধু অর্থনৈতিক নয়, নৈতিক দিক থেকেও একটি দৃষ্টান্ত হয়ে উঠবে ইনশাআল্লাহ।’

Exit mobile version