আজ
|| ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
বর্ণিল আয়োজনে সাতক্ষীরায় শুরু হলো ‘লেকভিউ রাগবি সেভেনস ট্রফি’
প্রকাশের তারিখঃ ১৭ অক্টোবর, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : বর্ণিল আয়োজনে সাতক্ষীরায় শুরু হলো ‘লেকভিউ রাগবি সেভেনস ট্রফি- ২০২৫ 'এর শুভ উদ্বোধন) ।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে রাগবি ক্লাবের আয়োজনে উক্ত লেকভিউ রাগবি সেভেনস ট্রফি'র উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা রাগবি ক্লাবের সভাপতি শেখ তানজিম কালাম তমাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিঞ্চুপদ পদ পাল। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা রাগবি ক্লাবের সভাপতি শেখ তানজিম কালাম তমাল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান, তুফান কোম্পানী লিমিটেড এর পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সহ-সভাপতি আনিস-উজজামান, আবু মো. সাজ্জাদ সাধারণ সম্পাদক আখতার-উজ-জামান, সদস্য সরোয়ার রাকিব,আশরাফ উদ্দীন,
এশিয়া রাগবি কর্মকর্তা মাহাফিজুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ফিফা রেফারি তৈয়েব হাসান শামসুজ্জামান, সিরাজুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মো. মোফাসসিনুল তপু, মোহিনী তাবাসসুম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সাতক্ষীরা রাগবি ক্লাবের সাধারণ সম্পাদক, মো. ইমরাবন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, রাগবি বাংলাদেশের একটি সম্ভাবনাময় খেলা। এ ধরনের প্রতিযোগিতা জেলা পর্যায়ে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। তারা আরও বলেন, ক্রিকেট ও ফুটবলে যেভাবে সাতক্ষীরার খেলোয়াড়রা দেশের মান উজ্জ্বল করেছে, একইভাবে রাগবি খেলায়ও সাতক্ষীরার খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনবে।
এছাড়া প্রতিযোগিতায় মাগুরা জেলা, নড়াইল জেলা, নীলফামারী জেলা ও যশোর জেলা দল অংশ নিবেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন,রাগবি ধারাভাষ্যকর আরিফ শাহাদাত আরমান।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.