
আজ
|| ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের “মাইন্ড ম্যারাথন”-এর ফলাফল প্রকাশ
প্রকাশের তারিখঃ ১৬ অক্টোবর, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :
জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখা আয়োজিত “মাইন্ড ম্যারাথন” প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়েছে। আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গত ১৫ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সাতক্ষীরা শহরের বিভিন্ন স্কুলের ৫ম, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির মোট ২,৩৮৮ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। ৫০ নম্বরের এই মেধা প্রতিযোগিতায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয়াবলী, পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর ও আইকিউ টেস্ট অন্তর্ভুক্ত ছিল।
মূল্যায়নের ভিত্তিতে তিন শ্রেণি থেকে নির্বাচিত শিক্ষার্থীদের কোড নম্বর অনুযায়ী পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। (তালিকাটি মেধাক্রম অনুযায়ী নয়।)
৫ম শ্রেণি:
০৩৫১৫৭, ০৩৫১৭৬, ০৩৫১৭৭, ০৩৫১৭৮, ০৩৫৭৬৬, ০৩৫৭৬৮, ০৩৫৭৬৯, ০৩৫৭৭৩, ০৩৫৭৮১, ০৩৫৭৮৩, ০৩৫৭৮৮, ০৩৫৮৯৬, ০৩৬০৮৭, ০৩৬০৯৮, ০৩৬১৬২, ০৩৬১৬৩, ০৩৬১৬৪, ০৩৬১৬৫, ০৩৬১৬৬, ০৩৬১৬৭, ০৩৬১৬৮, ০৩৬১৯১, ০৩৭৩৩১।
৬ষ্ঠ শ্রেণি:
০৪৩৫৩৭, ০৪৩৬২০, ০৪৩৬২৮, ০৪৩৬৯৫, ০৪৩৬৯৭, ০৪৩৬৯৮, ০৪৩৬৯৯, ০৪৩৮২৭, ০৪৩৮২৯, ০৪৩৮৩০, ০৪৩৮৩১, ০৪৩৮৩২, ০৪৩৮৭২, ০৪৩৮৮০, ০৪৪১১৬, ০৪৪১৯৯, ০৪৭৮১৬, ০৪৭৮১৭, ০৪৭৮১৮, ০৪৭৮২২।
৭ম শ্রেণি:
০৩৫২০৮, ০৩৫২৫২, ০৩৫২৫৩, ০৩৫২৯৩, ০৩৫২৯৬, ০৩৫৩০২, ০৩৫৩০৩, ০৩৫৩০৪, ০৩৫৪৩৫, ০৩৫৫০৬, ০৩৫৫০৭, ০৩৫৫০৮, ০৩৫৫১৭, ০৩৫৫৪৯, ০৩৫৫৬৬, ০৩৫৫৬৭, ০৩৫৫৬৮, ০৩৫৫৭০, ০৩৫৫৭৮, ০৩৬৬৭৯, ০৩৬৬৮৪।
ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার নেতৃবৃন্দ জানিয়েছেন, শিশু-কিশোরদের চিন্তা, যুক্তি ও সৃজনশীল দক্ষতা বিকাশে এ ধরনের মেধা প্রতিযোগিতা আয়োজন অব্যাহত থাকবে। আগামী সপ্তাহে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানান আয়োজ করা।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.