আজ
|| ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
নাটোরে সাত ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ
প্রকাশের তারিখঃ ১৬ অক্টোবর, ২০২৫
নাটোরে ডাকাতি হওয়া ব্যাটারি চালিত বউ রিক্সাসহ সাত জন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানান, পুলিশ সুপার তারিকুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন, নাটোর সদর উপজেলার গোয়লডাঙ্গা এলাকার সেলিম সরকারের ছেলে শাকিল(২৩), বড় হরিশপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে সাঈদ(১৯), সহিদুল ইসলামের ছেলে রুমেল (১৯), জয়নাল ভ‚ইয়ার ছেলে রুবেল(৩০) মৃত দারু মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৪৩), ধলাট এলাকার মৃত আতাউর রহমানের ছেলে জাহাঙ্গির হোসেন (৩৫), ও ফতেঙ্গা পাড়া এলাকার মৃত ছমির উদ্দিনের ছেলে আবু সাঈদ(৪৭)।
পুলিশ সুপার আরো জানায়, গত মঙ্গলবার রাত আটটার দিকে বড় হরিশপুর থেকে রুবেল, জাহাঙ্গির, ইসমাইল ও আবু সাইদ নামে চারজন যাত্রী কোয়েলের ব্যাটারি চালিত বউ রিক্সায় উঠে গুনারী গ্রাম আম বাগানের কাছে নিয়ে যায়। সেখানে কোয়েলকে থামিয়ে মোবাইলে তার অশ্লিল ভিডিও আছে বলে তার কাছ থেকে ব্যাটারি চালিত বউ রিক্সাটি কেড়ে নিতে চায়। রিক্সাটি দিতে না চাইলে আরো দুইজন সহযোগিকে ডাকে তারা । পরে তারা আসলে কোয়েলকে মারধর করে রিক্সাটি ছিনিয়ে নিয়ে একটি নন জুডিশিয়ালী স্ট্যাম্পে ৫০ হাজার টাকা দাবি করে স্বাক্ষর নেয়। কোয়েল টাকা দিতে না চাইলে তাকে একটি ফোন নম্বরে যোগাযোগ করতে বলে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে শহরের চকরামপুর এলাকায় সড়কের ওপর নামিয়ে দিয়ে পালিয়ে যায় তারা। এঘটনায় কোয়েল বাদি হয়ে নাটোর সদর থানায় সাত জনের নাম উল্লেখ করে ৩৯৫ ধারায় একটি মামলা রুজু করে।
মামলার পরে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে বুধবার রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার ফতেঙ্গা পাড়া থেকে রুবেল, জাহাঙ্গির, ইসমাইল ও আবু সাইদকে বউ রিক্সাটিসহ গ্রেফতার করে। এসময় তাদের দেয়া তথ্যর ভিত্তিতে শহরের মাদ্রাসা মোড় থেকে শাকিল, সাঈদ ও রুমেলকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.