আজ
|| ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
চট্টগ্রামে মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন
প্রকাশের তারিখঃ ১৬ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের কর্ণফুলী থানার মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একউসঙ্গে তাদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরা এই রায় দেন।
দণ্ডিতরা হলেন, কক্সবাজারের টেকনাফের পুরান পল্লান পাড়ার মৃত আশরাফ মিয়ার ছেলে কাভার্ডভ্যান চালক মো.জাহাঙ্গীর (২৬) ও তার সহযোগী উখিয়া থানার বালুখালী ইউনিয়নের সীজারিঘোনা গ্রামের মৃত সৈয়দ আলমের ছেলে মো.আজিজুল হক (২৯)।
আদালত সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবার চালানের খবরের ভিত্তিতে ২০২১ সালের ৮ জুলাই চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিং এলাকায় অভিযান চালায় র্যাব-৭ এর একটি দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যান রেখে পালিয়ে যাওয়ার সময় চালক জাহাঙ্গীর ও হেল্পার আজিজুলকে গ্রেপ্তার করা হয়।
পরে কাভার্ডভ্যান থেকে ৩৯ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় র্যাব-৭ এর তৎকালীন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জায়েদ ভূঁইয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে ২০২২ সালের ৯ জানুয়ারি দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২১ জুলাই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
তথ্য নিশ্চিত করে আদালতের অতিরিক্ত পিপি মোরশেদুর রহমান চৌধুরী বলেন, সাজাপ্রাপ্ত ওই দুজন জামিনে গিয়ে পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.