
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা চিংড়ি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে ও জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী ডাঃ আফতাবুজ্জমান,সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পওর বিভাগ-১) নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দিন,শ্রিম্প হ্যাচারী অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক প্রমুখ। উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর রহমান চৌধুরী, পানি উন্নয়ন বোর্ড (পওর বিভাগ-২) নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মোঃ তৌফিকুল ইসলাম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান, তালা উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, কলারোয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, কালীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌকির আহমেদ, মৎস্য চাষী বিশ্বনাথ ঘোষ, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেক্রেটারি মোঃ কামরুজ্জামান রাসেল, সদর উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ লুৎফর রহমান প্রমুখ। সভায় চিংড়ি সম্পদ উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।