আজ
|| ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
মাদকমুক্ত, আধুনিক ও স্মার্ট নারায়ণগঞ্জ গড়ার পরিকল্পনায় মাসুদুজ্জামান মাসুদ
প্রকাশের তারিখঃ ১৫ অক্টোবর, ২০২৫
“তরুণদের চোখেই আমরা দেখতে চাই আগামীর নতুন নারায়ণগঞ্জ” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা মিলনায়তনে এক উন্মুক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেনারেশন-জেড বা জেন-জি প্রজন্মের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে “তারুণ্যের ভাবনায় নতুন নারায়ণগঞ্জ” শীর্ষক এই ব্যতিক্রমী আয়োজনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বিএনপির অন্যতম নেতা, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ।
সভায় তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, তারুণ্যকে ঘিরে অপার সম্ভাবনা এবং সমসাময়িক সংকট মোকাবেলায় তাঁর সুদূরপ্রসারী রূপরেখা তুলে ধরেন। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “তরুণরাই জাতির ভবিষ্যৎ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ তারা মাদক, কিশোর গ্যাং, বেকারত্ব ও হতাশায় জর্জরিত। আমি এমন একটি মাদকমুক্ত, কর্মমুখী ও সৃজনশীল তরুণ সমাজ গড়ে তুলতে চাই, যারা আগামী দিনে নারায়ণগঞ্জের নেতৃত্ব দেবে।”
নারায়ণগঞ্জকে আধুনিক শিক্ষা, কর্মসংস্থান ও সংস্কৃতির কেন্দ্রে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি একাধিক যুগান্তকারী উদ্যোগের কথা ঘোষণা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজ স্থাপন, একটি সমন্বিত নারায়ণগঞ্জ হেলথ কার্ড চালু, ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স সার্ভিস নিশ্চিতকরণ এবং একটি স্মার্ট সিটি পরিকল্পনা বাস্তবায়ন। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ ও স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সেফ জোন ও হেল্পলাইন চালুর ঘোষণাও দেন তিনি।
যোগাযোগ ও পরিবেশ উন্নয়নেও তাঁর পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন মাসুদুজ্জামান মাসুদ। তিনি নদীপথ পুনরুদ্ধার ও নদীভিত্তিক পর্যটন শিল্পের বিকাশ, মেট্রোরেল এমআরটি-২ প্রকল্পে নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করা, ডাবল রেললাইন স্থাপন এবং শিল্পবাহী যানবাহনের জন্য পৃথক রুট বাস্তবায়নের উপর জোর দেন। এছাড়াও, প্রতিটি থানায় সাংস্কৃতিক কেন্দ্র ও পাঠাগার স্থাপনের মাধ্যমে সুস্থ সংস্কৃতি চর্চার পরিবেশ তৈরির অঙ্গীকার করেন তিনি।
মাসুদুজ্জামান মাসুদ আরও বলেন, “শুধু ভৌত উন্নয়ন নয়, আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা বজায় রেখে একটি বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে। এটাই হবে আমাদের তরুণদের জন্য গর্বের শহর, যেখানে প্রতিটি নাগরিক মাথা উঁচু করে বাঁচতে পারবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিবি মরিয়ম হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল রফিকুল ইসলাম, আদর্শ গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মিজানুর রহমান, শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মি. এরশাদ উল্লাহ, জুলাই আন্দোলনে চোখ হারানো বীর যোদ্ধা মো. মাহবুব আলম এবং দলিত নারী উন্নয়ন সংস্থার সভাপতি সনু রানী দাস। রাজনৈতিক অঙ্গন থেকে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, নারায়ণগঞ্জ কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তরুণদের সরাসরি মতামত ও প্রশ্নের ভিত্তিতে গড়ে ওঠা এই ব্যতিক্রমী আয়োজনকে উপস্থিত ছাত্রছাত্রীরা উষ্ণভাবে স্বাগত জানায় এবং আগামীর নারায়ণগঞ্জ গঠনে সক্রিয়ভাবে যুক্ত থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে। এই সভা নারায়ণগঞ্জের তরুণ সমাজের মধ্যে এক নতুন আশার সঞ্চার করেছে, যা আগামী দিনে একটি উন্নত ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.