আজ
|| ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
তালতলা মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সদস্য নির্বাচন
প্রকাশের তারিখঃ ১৫ অক্টোবর, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয়ের হল রুমে এ্যাডহক কমিটির সভাপতি সামছুল হকের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক অনিমেষ কুমারের সঞ্চালনায় কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম ।প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, শিক্ষার্থীদের মান উন্নয়নে অভিভাবকদের সচেতন ভূমিকা অপরিহার্য। সন্তানদের ওপর নজরদারি ও অতিরিক্ত পাঠদান শিক্ষার্থীদের ফলাফলে ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া শিক্ষক-অভিভাবক সমন্বয়ে প্রতি ৩ মাস অন্তর অভিভাবক সমাবেশ আয়োজন করলে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে।
সমাবেশে উপস্থিত ছাত্রছাত্রীদের অভিভাবকদের মতামতের ভিত্তিতে পাঁচজনকে অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। তারা হলেন:মোঃ আবু জাহিদ,মোঃ রবিউল ইসলাম, ইমান হোসেন সরদার,কবিরুল ইসলাম
,মোসাঃ বিলকিস খাতুন।
বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আলিমুজ্জামান, লাবসা ইউনিয়ন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি আর্মি (অবঃ) মোঃ কামরুজ্জামান, ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামের সভাপতি মোঃ জিয়াদ আলি, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবিরুল ইসলাম ও ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান আলি।এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক এস এম মোর্তোজা আলম, রঘুনাথ সরকার, আছিয়া খাতুন, কৃষ্ণা-কিশোরী, নাহিদ সুলতানা, কামরুজ্জামান, মোস্তফা মাহমুদ, সোনিয়া সুলতানা, দিশানুর আক্তার, আলতাফ হোসেন, সোহাগ হোসেন ও মোখলেসুর রহমান প্রমুখ ।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.