আজ
|| ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
সন্তানকে আঁকড়ে ধরে বাঁচতে চান ক্যান্সারযোদ্ধা মা টুম্পা রানী ঘোষ
প্রকাশের তারিখঃ ১৪ অক্টোবর, ২০২৫
মোঃ হাফিজুল ইসলাম,সাতক্ষীরা :
তালা উপজেলা, তেঁতুলিয়া ইউনিয়ন, তেরছি গ্রাম, ওয়ার্ড-০১-এর ক্যান্সারযোদ্ধা মা টুম্পা রানী ঘোষ (৩১) মৃত্যুর সঙ্গে লড়াই করে বললেন,
“আমি আমার তিন বছরের সন্তানের জন্য হলেও বাঁচতে চাই। ও যেন মা হারিয়ে অনাথ না হয়।”
টুম্পা রানী একজন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার স্বামী গোপাল চন্দ্র ঘোষ (৩২) ও তিন বছরের সন্তানকে নিয়ে লড়ছেন মৃত্যুর ভয়ঙ্কর রোগ ওভারিয়ান ক্যান্সারের বিরুদ্ধে।
২০২৪ সালের আগস্টে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসকরা জানালেন, তার শরীরে ক্যান্সার ধরা পড়েছে। ২ সেপ্টেম্বর তার পেটে অস্ত্রোপচারের মাধ্যমে ৮টি টিউমার অপসারণ করা হয়। এরপর ৬ দফা কেমোথেরাপি নিতে হয়, যার ব্যয় প্রায় ২৮ লক্ষ টাকা।
২০২৫ সালের এপ্রিল মাসে কিডনিতে পানি জমার জটিলতা দেখা দেয়। সেপ্টেম্বর মাসে দ্বিতীয় অস্ত্রোপচার হলেও এটি ব্যর্থ হয়। চিকিৎসকরা পুনঃসংযোজনের জন্য ৩–৪ লক্ষ টাকা খরচের অপারেশন করার পরামর্শ দিয়েছেন। এতদিনে পরিবার প্রায় ৩৫ লক্ষ টাকা খরচে নিঃস্ব।
টুম্পা রানী মানবিক সহায়তার আবেদন জানিয়ে বলেন,
“আপনাদের অল্প অল্প সহযোগিতায় হয়তো আবারও বাঁচতে পারব আমি। সন্তান ফিরে পাবে তার মাকে।”
সহযোগিতার ঠিকানা ও যোগাযোগ:
📍 ঠিকানা: তালা উপজেলা, তেঁতুলিয়া ইউনিয়ন, তেরছি গ্রাম, ওয়ার্ড-০১
📞 টুম্পা রানী: ০১৭৯১-১৩২৭০২
📞 গোপাল চন্দ্র ঘোষ: ০১৭৭৯-৮৮৮০৬৬
💳 Bkash / Nagad: ০১৭৭৯৮৮৮০৬৬
🏦 Rocket: ০১৭৭৯৮৮৮০৬৬০
🏦 ডাচ-বাংলা ব্যাংক:
অ্যাকাউন্ট নাম: Gopal Chandra Ghosh
অ্যাকাউন্ট নম্বর: ১২০১৫৭০০১০৭১১
শাখা: খুলনা
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.