
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা:বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন শাখার উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) রাতে শাল্যে নতুন জামে মসজিদে এ সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাওলানা তাওহীদুর রহমান।
ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসাইন’র সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মোঃ শাহিনুর রহমান’র সঞ্চালনায় প্রধান
অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রফেসর আব্দুল ওয়ারেছ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার হাবিবুর রহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ হাফেজ রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা কবির হোসেন, সেক্রেটারী হাফেজ মাওলানা আসাদুজ্জামান মনা, ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মুজাহিদ,শহর শিবিরের স্কুল বিভাগ পরিচালক বিল্লাল হোসেন রিপনসহ ইউনিয়ান ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, জামায়াতে ইসলামী এখন সাধারণ জনতার একমাত্র ভরসার জায়গা। জনগণের কাছে পরিষ্কার জামায়াতে ইসলামী হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যাদের মধ্যে নেই কোনো জুলুম, চাঁদাবাজি, নেই দখলদারিত্ব। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এদেশের মানুষ নিরাপদে থাকবে মানুষ এটি বুঝতে শুরু করেছে। মানুষ তাদের হারিয়ে যাওয়া নায্য অধিকার ফিরে পাবে। জনসাধারণের ভাগ্যের পরিবর্তন ঘটবে।