
নারায়ণগঞ্জে র্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে নারীসহ ১৫ দালালকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের খানপুর এলাকায় ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়। তাৎক্ষণিকভাবে আটকদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার টিএম রাহসিন কবির ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন৷ এ সময় র্যাব-১১ এর এএসপি আল মাসুদ খানসহ র্যাবের একটি টিম উপস্থিত ছিলো।
এ বিষয়ে টিএম রাহসিন কবির বলেন, ‘যাচাই বাছাইয়ের ভিত্তিতে প্রমাণসাপেক্ষে ১৫ জনকে আটক করে তাদের বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’