
শিক্ষাভবন মোড়ে অবস্থানরত সাত কলেজের শিক্ষার্থীদের সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অ্যাডিশনাল ডিআইজি সানা শামীনুর রহমান জানিয়েছে, সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবি ইতোমধ্যে স্বীকৃত ও প্রক্রিয়াধীন রয়েছে, তাই সড়কে অবস্থান করলেও তা কোনো সমাধান বয়ে আনবে না।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ডিএমপির অ্যাডিশনাল ডিআইজি বলেন, বিষয়টি নির্ধারিত সময়ের মধ্যে সমাধান হবে। তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। সরকার সাত কলেজ শিক্ষার্থীদের দাবি ইতোমধ্যে জেনে বিষয়টি নিয়ে কাজ করছে।
শিক্ষার্থীদের অবস্থা ছাড়ার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, এই জায়গায় অবস্থান করেই আসলেই কোনো লাভ হবে না। তাই আমরা শিক্ষার্থীদের অনুরোধ জানাচ্ছি যেন তারা শান্তিপূর্ণভাবে ফেরত যান। প্রশাসন শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ ও নিরাপত্তার মধ্যেই বিষয়টির দ্রুত সমাধান নিশ্চিত করতে চাইছে।
এর আগে বেলা ১১টার পর থেকে অংশীজনদের মতামতের ভিত্তিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ করে যাচ্ছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। সাত কলেজের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। এতে করে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আর শিক্ষার্থীদের অগ্রসর হওয়া ঠেকাতে সেখানে ব্যারিকেড বসিয়েছে পুলিশ।