আজ
|| ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল বিজিবি সদস্যের পায়ের গোড়ালি
প্রকাশের তারিখঃ ১২ অক্টোবর, ২০২৫
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে ভয়াবহ মাইন বিস্ফোরণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের পায়ের গোড়ালি উড়ে গেছে।
শনিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার ৪১ নম্বর পিলারের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বিজিবি সদস্যের নাম নায়েক আকতার হোসেন। তিনি ৩৪ বিজিবি’র রেজু আমতলী বিওপি-তে কর্মরত আছেন। বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাসিন্দা তিনি।
জানা গেছে, বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির প্রস্তাবিত একটি অস্থায়ী চৌকিতে টহলরত অবস্থায় আকস্মিক মাইন বিস্ফোরণে তিনি গুরুতরভাবে আহত হন। বিস্ফোরণের ফলে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাম পায়েও মারাত্মক জখম হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কক্সবাজারের রামু সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কীভাবে বা কোথা থেকে মাইনটি সেখানে এলো, তা তদন্তাধীন রয়েছে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় রেজু আমতলী বিওপি’র আওতাধীন সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল চলছিল।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক সময়ে মিয়ানমার সীমান্তবর্তী তুমব্রু ও ঘুমধুম এলাকায় বারবার গোলাগুলি ও মাইন বিস্ফোরণের ঘটনা ঘটছে। এতে সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
সম্পাদক: মো: রবিউল হক। প্রকাশক: মো: আশ্রাফ উদ্দিন ।
প্রকাশক কর্তৃক বি এস প্রিন্টিং প্রেস, ৫২/২, টয়েনবি সার্কুলার রোড (মামুন ম্যানশন, গ্রাউন্ড ফ্লোর), থানা-ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে মুদ্রিত
দেলোয়ার কমপ্লেক্স, ২৬ শহীদ নজরুল ইসলাম সড়ক (হাটখোলা), ওয়ারী, ঢাকা -১২০৩ থেকে প্রকাশিত ।
মোবাইল: ০১৭৯৮৬৫৫৫৫৫, ০১৭১২৪৬৮৬৫৪
ওয়েবসাইট : dailyjanadarpan.com , ই-পেপার : epaper.dailyjanadarpan.com
Copyright © 2025 Daily Janadarpan. All rights reserved.